post 376




তুমি এলেই আমি পূর্ণ হই

রাত দশটা। ছাদের এক কোণে বসে চাঁদের দিকে তাকিয়ে আছে মিলা। হাওয়ায় তার চুল উড়ে যাচ্ছে ধীরে ধীরে। তার চোখে একরাশ অপেক্ষা। হঠাৎ পেছন থেকে কেউ আস্তে করে তার কাঁধে হাত রাখল।

সে চমকে উঠে তাকিয়ে দেখল—রিদয়।

"তুমি আসবে ভেবেছিলাম না," মিলার কণ্ঠে অভিমানের ছায়া।

রিদয় হাসল। সেই চেনা হাসি, যা মিলা হাজারবার দেখেছে আর প্রতিবারই হেরে গেছে।

"তোমার অভিমান আমি চাই। কারণ তার মানেই তুমি এখনো আমাকে ভালোবাসো।"

মিলা চোখ ফিরিয়ে নিল, কিন্তু মুখে এক অদ্ভুত নরম ভাব। রিদয় ধীরে ধীরে তার পাশে বসে। দু’জনের মাঝে নিঃশব্দে কথা হচ্ছিল। শুধু হৃদয়ের ভাষায়।

রিদয় একটুখানি এগিয়ে এসে বলল, "তুমি জানো, আজ তোমায় না ছুঁলে আমার দিনটা অসম্পূর্ণ থাকে।"

মিলা এবার হেসে ফেলে। "তুমি তো আগেও এমন বলেছিলে। তারপর?"

"তারপর?" রিদয় মিলার কানে ফিসফিস করে বলল, "তারপর তুমি যখন আমার বাহুর মধ্যে এসে ঘুমিয়ে পড়ো, তখন আমি বুঝি—আমি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান পুরুষ।"

চাঁদের আলোয় তাদের মুখে মায়া নেমে এলো। রিদয় তার হাত ধরল। খুব আস্তে, ভালোবাসা দিয়ে। মিলা এবার তার মাথা রিদয়ের কাঁধে রেখে বলল, "তুমি না থাকলে আমি কিছুই না।"

রিদয় আস্তে তার চুলে হাত বুলিয়ে দিল। একটা নরম চুম্বন রাখল কপালে।

সেই রাতটা, চাঁদের আলো, আর দুইটা হৃদয়ের সংযোগ—সব মিলে তৈরি করল এক এমন মুহূর্ত, যা শুধু অনুভবের, কোনো শব্দে প্রকাশ করার নয়।


 

Post a Comment

0 Comments