post 93

💔 BF vs GF – Emotional Pera-style Conversation 😢❤️

BF:
তুই তো এখন আমার মতো থাকিস না...
আগে যেভাবে আমার মেসেজের অপেক্ষায় থাকতি, এখন আর থাকিস না...





GF:
সবকিছু আগের মতো থাকে না জানিস?
ভালোবাসা ঠিকই আছে, কিন্তু আমিও তো ক্লান্ত হই রোজ...



BF:
তোর ভেতরে এখন অন্য রকম ঠান্ডা ভাব…
একটা সময় তুই আমার হাসি ছিলি, এখন যেন শুধু অভিমান…

GF:
কারণ আমি চাইতাম তুই আমায় বুঝিস…
কিন্তু তুই কেবল আমায় ভালোবাসতে ব্যস্ত ছিলি, বুঝতে না…




BF:
তুই কি আমার থেকে দূরে সরে যাচ্ছিস ধীরে ধীরে?
তুই কি আর আগের মতো ভালোবাসিস না?

GF:
ভালোবাসাটা তো আছেই…
কিন্তু এখন ভালোবাসার চেয়েও বেশি দরকার — “শান্তি…”



BF:
তুই চাইলেই সব আগের মতো হতে পারত…
একটু সময় দিলেই তো হতো…

GF:
আমি তো অনেকবার চেয়েছিলাম…
কিন্তু তুই কখনো বুঝিসনি, শুধু জিততে চেয়েছিস…




BF:
শেষ প্রশ্ন — তুই এখনো আমায় ভালোবাসিস তো?

GF:
হ্যাঁ, ভালোবাসি…
কিন্তু সেই ভালোবাসা এখন নীরব, কারণ আমি আর ভাঙতে চাই না… 💔



BF:
তুই কি জানিস?
তোকেই নিয়ে ছিল আমার সমস্ত স্বপ্ন…
তুই ছাড়া আমি কিছু ভাবতাম না…

GF:
আর আমি চেয়েছিলাম, তুই নিজেকে নিয়েও ভাবিস…
আমি তোর সব হতে চাইনি, আমি তোর পাশে থাকতে চেয়েছিলাম।





BF:
তুই এত বদলে গেলি কেন?
আগে যেভাবে 'ভালোবাসি' বলতিস, এখন তো বলিসই না…

GF:
ভালোবাসা তো চিৎকারে নয়…
তুই বুঝতে শিখলে, আমি না বলেও জানিয়ে দিতাম







BF:
তুই কি আর ফিরে আসবি না?
একবার হলেও কি আমার জন্য চোখ ভিজে না তোর?

GF:
প্রতিদিন ভিজে…
কিন্তু এখন আমি কাঁদি নিজের জন্য, তোর জন্য না…



BF:
আমার সঙ্গে কাটানো সময়গুলো কি মিথ্যে ছিল?

GF:
না, একদম না…
সেই সময়গুলোই তো আজ সবচেয়ে বেশি কষ্ট দেয়…


BF:
তুই কি কাউকে ভালোবাসিস এখন?

GF:
হ্যাঁ…
নিজেকে। কারণ অনেকদিন ধরে কেউ আমায় ভালোবাসেনি…


BF:
শেষ কথা…
তুই কি আমায় ভুলে গেছিস?

GF:
ভুলিনি…
তুই এখনো আমার মনে আছিস…
কিন্তু তুই সেই মানুষটা না, যাকে আমি একদিন ভালোবেসেছিলাম…💔








 

Post a Comment

0 Comments